নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩ জুলাই বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকার যুবারা। প্রোটিয়াদের সঙ্গে সফরের সময়সূচি চূড়ান্ত করে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা করা হয়েছে প্রথম তিন ওয়ানডের দলও। আহরার আমিনকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন মুখ ব্যাটার নাঈম আহমেদ।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে এবার নেই শাহরিয়ার সাকিব, মাজহারুল ইসলাম, শিহাব পাহাড় সাব্বির, একান্ত শেখ ও মইনুল ইসলাম তন্ময়। প্রথমবার যুব দলে ডাক পেয়েছেন নাঈম। হাতের চোটে ছিটকে গেছেন মারকুটে ব্যাটার জিসান আলম। অনুশীলনে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতে চোট পান তিনি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি খেলতে পারছেন না এই ব্যাটার।
আগামী ৩ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। খেলা হবে খুলনা ও রাজশাহীতে। খুলনায় তিনটি ও রাজশাহীতে দুইটি ম্যাচ খেলবে দুই দল। অতিথিরা বাংলাদেশে পা রেখে সেদিনই চলে যাবেন খুলনায়। ৪ ও ৫ জুলাই অনুশীলনের পর ৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে দুই দল।
৯ ও ১১ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে পরের দুই ওয়ানডে। ১২ জুলাই দুই দল একসঙ্গে রাজশাহী ভ্রমণ করবে। সেখানে শেষ দুই ওয়ানডে হবে ১৪ ও ১৭ জুলাই। প্রোটিয়া যুবাদের ষোলোদিনের সফর শেষ হবে ১৮ জুলাই। এরপর দেশে ফিরে যাবে তারা।
বাংলাদেশের দল-
আশিকুর রহমান শিবলি, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আরিফুল ইসলাম, আহরার আমিন (অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, পারভেজ হোসেন জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজজামান, তানভীর আহমেদ, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post