নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপদের ঘনঘটা বাংলাদেশ শিবিরে। শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। দ্বিতীয় দিনের সকালের শুরুতে মাহমুদুল হাসান জয় ফিরে যান। এবার ফিরে গেলেন শাহাদাত হোসেন দিপুও।
২২তম ওভারের শেষ বলে লাহিরু কুমারার শিকার হয়ে ফিরেন দিপু। স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার ক্যাচে পরিণত হওয়ার আগে ২৬ বলে ১৮ রান করে যান এই তরুণ ব্যাটার। এখন বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছেন লিটন দাস ও তাইজুল ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ২৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৭ রান। তাইজুল ইসলাম ২১ ও সদ্য উইকেটে আসা লিটন দাস ২ রান করে অপরাজিত আছেন।
এর আগে বৃষ্টির পূর্ভাবাস থাকলেও, সিলেটের আকাশে সকালের মিষ্টি রোদের দেখা মিলে। তবে বাংলাদেশ দলের জন্য সকালটা মিষ্টি হয়নি। দিনের শুরুতেই ফিরে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৫তম ওভারের প্রথম বলে লাহিরু কুমারার আউটসাইড অফ ডেলিভারিতে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১২ রান করা জয়ের বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
আগের দিন ১০ ওভারে ৩ উইকেটে ৩২ রান নিয়ে কোনোমতে পার করে বাংলাদেশ। তবে নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম ও ওপেনার জয় দ্বিতীয় দিন সকালের সেশনের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল। যদিও প্রথম পাঁচ ওভারের পর আর সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরেন জয়।
Discussion about this post