স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এমন খবরে সমর্থকেরা হতাশ ছিলেন। তবে আশার খবর মেসিদের বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি এখনি দায়িত্ব ছাড়ছেন না।
যদিও এই কোচের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন এএফএ’র চুক্তি আছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। গত বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর পদত্যাগ করতে চেয়ে ছিলেন স্কালোনি। এরপর থেকেই গুঞ্জন উঠে মেসিদের দায়িত্বে থাকছেন না বিশ্বকাপ জয়ী এই কোচ।
আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি দায়িত্ব ছাড়ছেন না। আগামি কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এরপরই দায়িত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেনতিনি।
এএফএ’র সভাপতি ফাবিয়ান তপিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষেই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। তিনি দায়িত্ব ছাড়ছেন না, আপাতত কাজ চালিয়ে যাবেন। কোপার পরই সিদ্ধান্ত নেবেন তিনি। আগামি ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা।
ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তপিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কালোনি। এরপর চলতি গ্রীষ্মে কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিার কোচ হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post