স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেটে ঘটে গেলো সবচেয়ে বড় এক ট্র্যাজেডি। উৎসবের মঞ্চে হয়েছে বিষাদের মঞ্চ। একটি ট্রফি উদযাপনে এসে প্রাণ দিয়েছেন ১১ জন ক্রিকেট প্রেমী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ১৮ বছরের অপেক্ষা শেষ হয়েছে। সেই অপেক্ষা শেষে শুরু হলো আক্ষেপের গল্প। যেখানে ঝড়ে গেছে তরতাজা ১১টি প্রাণ।
ব্যাঙ্গালুরুর বিজয় উদযাপনে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় রাজ্য সরকার ও ফ্র্যাঞ্চাইজিকে দায়ী করা হচ্ছে। অতিরিক্ত জন সংখ্যা হওয়ায় স্থানীয় ট্রাফিক পুলিশ ‘ভিক্টরি প্যারেড’ এর অনুমতি না দিলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অনুমতি ছাড়াই প্যারেড শুরু করে। আর এতেই ঘটেছে বিপত্তি।
ফ্র্যাঞ্চাইজি মালিকরা যখন পুলিশি বাধা উপেক্ষা করে ভিক্টরি প্যারেড আয়োজন করছেন, রাজ্য সরকার তাতে বাধা দেয়নি। দুই পক্ষের গাফিলতিতে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বলে মনে করছেন ভারতের বিশ্বকাপ জয়ী পেসার মদন লাল। তিনি নিহতদের পরিবারকে ব্যাঙ্গালুরু ও রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন।
আগের রাতে আহমেদাবাদের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে কাল ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফিরেছে চ্যাম্পিয়ন দল। এতো তাড়াহুড়া করে কেন ট্রফি জয়ের অনুষ্ঠান করা হলো সেই প্রম্নও উঠছে। বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করতে করতেই নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছান কোহলি-পতিদার-ক্রুনালরা। তারই মধ্যে ঘটে যায় প্রাণহানির ঘটনা।
বার্তা সংস্থা পিটিআইকে মদন লাল বলেছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ১১ জন প্রাণ হারিয়েছেন। এই ট্র্যাজেডি কোনোভাবেই ঘটা উচিত ছিল না। এটি পুরোপুরি এড়ানো যেত। মঙ্গলবার রাতে আপনি আহমেদাবাদে উদ্যাপন করলেন। তাহলে বেঙ্গালুরুতে উদ্যাপন করার জন্য এত তাড়াহুড়ো কেন? উদ্যাপন দুই-তিন দিন পরেও হতে পারত। আরসিবি সমর্থকেরা তখনো পূর্ণ উদ্যমে উপস্থিত থাকতে পারত।’
দেশটির গণমাধ্যম জানাচ্ছে, এত জনসমাগম দেখে স্থানীয় ট্রাফিক পুলিশ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে ‘ভিক্টরি প্যারেডের’ অনুমতি দিতে দেয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা জোর করেই অনুমতি না দিয়ে প্যারেড শুরু করেন। এ ঘটনায় সাবেক পেসার মদন লাল রাজ্য সরকার ও ব্যাঙ্গারুরুকে দায় ধীয়ে বলেন ‘কে দায়ী—আরসিবি না রাজ্য সরকার? যদি রাজ্য সরকার বাধা দিত, তাহলে প্যারেড এগিয়ে যেত না। তাই সরকার অবশ্যই দায়ী। কিন্তু আরসিবিও দোষী। বেঙ্গালুরুতে পৌঁছানোর মাত্র চার ঘণ্টা পরেই দলকে জনসাধারণের সঙ্গে উদ্যাপনের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের এত তাড়া কীসের? আইপিএল দলগুলোর বিশাল ভক্ত রয়েছে। এখানে ফ্র্যাঞ্চাইজি মালিক বড় ভুল করেছেন।’
ভারতের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার নিহতদের পরিবারকে মামলা করার পরামর্শ দিয়ে বলেন, ‘যখন বাইরে মানুষ মারা যাচ্ছিল, তখন তারা ভেতরে উৎসব করছিল। এটা সত্যিই মর্মান্তিক এবং হতাশাজনক। মৃতদের পরিবারের উচিত এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আরসিবি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মামলা করা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০