স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্টের টস হয়েছে দ্বিতীয় দিনে এসে। প্রথমদিন পুরোটা চলে যায় বৃষ্টির পেটে। শনিবার সকালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই হারায় উইকেট। প্রথম ওভারেই তাসকিন আহমেদের আঘাত। কিন্তু সাফল্য আর ধরা দিল না। অন্যরাও পারেননি উইকেট নিতে।
মধ্যাহ্ন বিরতির আগে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে পাকিস্তান। বিরতির পর ব্যাট করতে নেমে অবশ্য দ্বিতীয় উইকেট হারিয়েছে তারা। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ৫৭ রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। তাতে শান মাসুদ ও সাইম আইয়ুবের ১০৭ রানের জুটি ভাঙল। ক্রিজে নতুন ব্যাটার বাবর আজম। ২ চারে ৬৯ বলে ৫৭ রান করেন মাসুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































