নিজস্ব প্রতিবেদকঃ তৃতীয় দিনের সকালের শুরুটা ভালোভাবেই করল বাংলাদেশ দল। আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্ব ফার্নান্দোকে চতুর্থ স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত করে ফেরান খালেদ আহমেদ। ২৪ বলে ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন বিশ্ব। বিশ্ব’র বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৮ ও কামিন্দু মেন্ডিস কোনো রান না করে অপরাজিত আছেন।
এর আগে রোববার দ্বিতীয় ইনিংসে দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেটে ১১৯ রান। সেখান থেকেই আজ দিনের খেলা শুরু করে দলটি। সকালের শুরুতে মিষ্টি রোদের দেখা মিললেও, খেলা শুরু হওয়ার সাথে সাথেই মেঘলা আকাশের দেখা মিলে। আপাতত বৃষ্টির শঙ্কা নিয়েই চলছে খেলা।

































Discussion about this post