নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে দুই সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক তোলে ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ২১৫ রান তোলা ব্রাদার্স ইউনিয়ন ম্যাচটি হেরেছে ১৬৫ রানের বড় ব্যবধানে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্রাদার্স। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলেছেন ইমতিয়াজ হোসাইন ও আব্দুল মজিদ। ৩১ রান করে ইমতিয়াজ ফিরলেও ফিফটি পেয়েছেন মজিদ। তিনে নেমে রহমতুল্লাহ আলি থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৩৭ রান করে। টপ অর্ডার ব্যাটাররা ভালো ভিত গড়ে দিলেও সেখানে দাঁড়িয়ে ব্যাটিং করতে পারেননি বাকি ব্যাটাররা। তাদের ব্যর্থতায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ব্রাদার্স। হেরেছে ১৬৫ রানের বিশাল ব্যবধানে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় প্রাইম ব্যাংক। ১১৯ রান করে ইমন সাজঘরে ফিরলে ভাঙে ২৪৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে তামিম ইকবাল অবশ্য সুবিধা করতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ১৬ রান করে। আরেক ওপেনার পারভেজ ইমন স্পর্শ করেছেন দেড়শ রানের মাইলফলক। তরুণ এই ব্যাটার ১২৯ বলে করেছেন ১৫১ রান। আর শেষ দিকে ঝড় তোলেন শেখ মেহেদি হাসান। ১৭ বলে তার অপরাজিত ৪৫ রানের ইনিংসে ৩৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post