স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই সাদা ও লাল বলের ক্রিকেটের জন্য আলাদা কোচ নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটের জন্য প্রধান কোচ করা হয়েছে ড্যারেন স্যামিকে। আর টেস্টের প্রধান কোচ করা হয়েছে আন্দ্রে কোলেকে।
এবার এই দুজনের জন্য আলাদা করে তিন জন করে মোট ছয় জন সহকারী কোচ নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তবে সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য। আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।
এদের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটের জন্য অর্থাৎ, টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে দায়িত্ব পালন করা জন্য ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক কার্ল হুপার, ফ্লয়েড রেইফার ও নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ড্যারেন স্যামির সহকারী হিসেবে কাজ করবেন।
এদিকে লাল বলের ক্রিকেটের জন্য অর্থাৎ, টেস্ট ফরম্যাটে দায়িত্ব পালন করতে নিয়োগ দেওয়া হয়েছে কেনি বেঞ্জামিন, স্টুয়ার্ট উইলিয়ামস ও রায়ন গ্রিফিথকে। এরা তিন জন কাজ করবেন প্রধান কোচ আন্দ্রে কোলের সাথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post