স্পোর্টস ডেস্কঃ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালদের এই জয়ে সমীকরণ মেলানোর জন্য মাঠে নামার আগেই এবারের বিপিএলের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছে টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচ জেতা খুলনা টাইগার্স। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচ তাদের জন্য শুধুমাত্র নিয়মরক্ষার, প্রতিপক্ষ আগেই বাদ পড়া সিলেট স্ট্রাইকার্স।
মিরপুরে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট এবারের বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে খুলনার বিপক্ষে। দুই বিদায়ী দলের লড়াইয়ে টস জিতেছেন সিলেট অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খুলনা টাইগার্স একাদশ- এনামুল হক বিজয় (অধিনায়ক), শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জেসন হোল্ডার, ওয়াইন পারনেল, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ- নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, আরিফুল হক, ইয়াসির আলি রাব্বি, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
Discussion about this post