স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ড্যারিল মিচেলকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। মূলত নিজেই বিশ্রাম চেয়েছিলেন তিনি। আর সেটি চোটের জন্য। গত ৬-৭ মাস ধরে মিচেল খেলে চলেছেন পায়ের চোট সঙ্গী করে! কিন্তু চোট পুরোপুরি সারেনি। সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আশায় এবার একটু লম্বা বিরতি দেওয়া হলো ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে।
মিচেলের বিশ্রাম প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা তাকে একটু আগে বিশ্রাম দেওয়ার সুযোগ নিয়েছিলাম। কিন্তু এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর বুঝতে পারছি সম্ভবত তার আরও দীর্ঘ সময় প্রয়োজন। এটা সত্যিই কঠিন, কারণ পরের সিরিজগুলোর মাঝে খুব বেশি বিরতি থাকবে না, তাই ভেবেছিলাম যে এটি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। এই সময়ের মধ্যে এটি এখনো কাজ করবে- এমন কোনো গ্যারান্টি নেই। তবে আমরা খুব আশাবাদী যে এটি আমাদের সাথে দীর্ঘ মেয়াদে তার সুস্থ হওয়ার সম্ভাবনা উন্নত করবে।’
এদিকে মিচেলের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কাউকে যোগ করেনি নিউজিল্যান্ড। স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যান হিসেবে আছেন উইল ইয়াং। হ্যামিল্টন টেস্টে তার খেলার সম্ভাবনাই বেশি। হ্যামিল্টন টেস্ট শুরু আগামী বুধবার। প্রথম টেস্টে ২৮১ রানের জয়ের সিরিজে এগিয়ে কিউইরা। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post