স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত আর অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে দলটি অসাধারণভাবে ফিরে এসেছে ম্যাচে। যার কৃতিত্ব সুলেমান দিয়াবাতের। হ্যাটট্রিক করেছেন এই ফরোয়ার্ড।
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে।
১৭তম মিনিটে ফাহিম ও ৪৩তম মিনিটে ড্যানিয়েল কলিনদ্রেসের গোলে ম্যাচের প্রথমার্ধে লিড নেয় আবাহনী। জোড়া গোলে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে সবাইকে অবাক করে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৬০ মিনিটের আগে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে সমতায় ফেরান সুলেমান দিয়াবাতে।
এরপর ৭০তম মিনিটে ফের লিড নেয় আবাহনী। কিন্তু সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি দলটি। আবারও সমতায় ফিরেন মোহামেডান। এবারও দলটির রক্ষাকর্তা সুলেমান। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলায় আর কোনো গোল হয়নি।
প্রথমার্ধে আবাহনীর দাপট দেখিয়ে খেলা দেখা গেলেও, মোহামেডানে দাপট দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত লড়াই দেখিয়েছে সাদা-কালো শিবির। আকাশী-নীলদের ঢেরা সাথে হাড্ডহাড্ডি ম্যাচ চলছে।
যেহেতু শিরোপা নির্ধারনী ম্যাচ তাই, জয়ী দল বের করতে হবে। এজন্য ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টান টান উত্তেজনা চলছে। দুই দলের সমর্থকদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস, উন্মাদনা দেখা মিলছে। স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ দর্শকে।
Discussion about this post