স্পোর্টস ডেস্কঃ এভারটন থেকে ছাঁটাই হওয়ার দেড় বছর পর আবারও কোচিংয়ে ফিরছেন রাফায়েল বেনিতেজ। ক্লাব ফুটবলে পুনরায় দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। রিয়াল মাদ্রিদ, চেলসি, লিভারপুল, ইন্টার মিলান, নাপোলির মতো দলকে কোচিং করানো বেনিতেজ নিজ দেশেরই স্প্যানিশ ক্লাবের দায়িত্ব নিতে পুনরায় কোচিংয়ে ফিরছেন।
স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর দায়িত্ব নিচ্ছেন বেনিতেজ। আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। সদ্য সমাপ্ত মৌসুমে রেলিগেশনের শঙ্কায় ছিল সেল্টা ভিগো। তবে সেখান থেকে বেঁচে ফিরে কোনোমতে লিগে টিকে রয়েছে দলটি। তবে এরপরই কোচ কার্লোস কার্ভালহালকে বরখাস্ত করা হয়।
এবার নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে বেনিতেজকে। সেল্টা ভিগো আগামী মৌসুমে নিজেদের শতবর্ষ উদযাপন করবে। এমন একটা সময়ে বেনিতেজকে পেয়ে উচ্ছ্বসিতই ক্লাবটি। ৬৪ বছর বয়সী বেনিতেসও এক প্রকার নতুন শুরু করবেন এই যাত্রা দিয়ে। এর আগে অতীতে অনেক সাফল্য রয়েছে কোচিংয়ে।
খেলোয়াড়ি জীবনে কখনো শীর্ষ পর্যায়ে খেলতে না পারা বেনিতেজ মাত্র ২৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দল দিয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। ৩৫ বছর বয়সে এসে শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথম বড় কোনো ক্লাবের দায়িত্ব পান রিয়াল ভায়াদোলিদে। পরবর্তীতে স্পেনেরই ক্লাব ওসাসুনা, এক্সত্রেমাদুরা, তেনেরিফ ও ভ্যালেন্সিয়ায় কোচিং করান। ভ্যালেন্সিয়ার হয়ে ২টি লা লিগা ও ২০০৪ সালে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন তিনি।
একই বছরে লিভারপুলের দায়িত্ব পান। বেনিতেসের অধীনে ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসি মিলানের বিপক্ষে দুর্দান্তভাবে ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলে লিভারপুল। পরের বছরই ইংলিশ ক্লাবটিকে ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেন। তবে সেই এসি মিলানের কাছেই হেরে শিরোপা বঞ্চিত হন। এর বাইরেও অলরেডদের একবার করে এফএ কাপ, কমিউনিটি শিল্প ও উয়েফা সুপার কাপ জিতিয়েছেন। কোচিং ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো ক্লাব লিভারপুলকে ২০১০ সালে ছেড়ে দেন।
সেখান থেকে ইতালিয়ান ফুটবলে পাড়ি দিয়ে ইন্টার মিলানের দায়িত্ব নেন। সেই ক্লাবটিকে ইতালিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতালেও, সিরি আ ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারাতে হয় বেনিতেজকে। দুই বছর বিরতি দিয়ে ২০১২-১৩ মৌসুমে চেলসির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়ে দলকে ইউরোপা লিগের শিরোপা এনে দেন।
তবে সেই মৌসুমের পরই ক্লাব ছাড়েন। পরবর্তীতে নাপোলির দায়িত্ব পেয়ে, তাদেরকে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতান। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে কোচিং করিয়ে জেতান লিগ কাপ শিরোপা। মাঝে আবার রিয়াল মাদ্রিদকেও কোচিং করান। তবে সেখানে খুব একটা সাফল্য পাননি। সবশেষ ২০২১ সালে ইংলিশ ক্লাব এভারটনের দায়িত্ব পান। তবে মাস ছয়েক পরই ছাঁটাই হতে হয় বাজে পারফর্ম্যান্সের কারণে। বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে সেল্টা ভিগোর দায়িত্ব নিয়ে স্পেনের ফুটবলে ফিরছেন বেনিতেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post