স্পোর্টস ডেস্কঃ আগামীকাল (শুক্রবার) বিশাখাপাত্নামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে চমকপ্রদ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে আছে ইংলিশরা। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দুঃসংবাদ শুনল সফরকারীরা। ছিটকে গেছেন দলটির তারকা স্পিনার জ্যাক লিচ। হায়দ্রাবাদ টেস্টে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি।
লিচের ছিটকে যাওয়া প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘সে (লিচ) দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে। দুর্ভাগ্যবশত তার হাঁটুতে হেমাটোমা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, জ্যাকের জন্যেও লজ্জার। অবশ্যই লম্বা সময় পর আমরা তাকে ছাড়া মাঠে নামছি। প্রথম ম্যাচের পর এভাবে ইনজুরির মধ্যে দিয়ে যাওয়া অবশ্যই হতাশাজনক।’
এর আগে প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান লিচ। ইংল্যান্ড যে তিন স্পিনার নিয়ে প্রথম টেস্টে খেলতে নামে, তাদের মধ্যে সবচাইতে অভিজ্ঞ লিচ। সেই টেস্টে চোটের কারণে পুরোদমে বোলিংও করতে পারেননি এই ইংলিশ স্পিনার। সেদিন মাত্র ১৬ ওভার বল করে ৮৭ রান খরচ করেন লিচ। ম্যাচে ৪ ওভারের বেশি টানা স্পেলও করতে করতে পারেননি তিনি।
এদিকে লিচ না খেলায় দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শোয়েব বশিরের। এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক স্টোকস। এর আগে দলের সাথে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আসতে পারেন নি বশির। ফলে খেলা হয় নি প্রথম টেস্টে। মূলত ভারতীয় হাইকমিশন প্রথমে ভিসা দেয় নি তাকে। পরে নানা আলোচনা-সমালোচনার পর দেরিতে ভিসা পান বশির। এজন্য মধ্যপ্রাচ্য থেকে ইংল্যান্ড ঘুরে ভারতে আসতে হয় তাকে। দলে যোগ দিয়ে এবার তিনি আছেন অভিষেকের অপেক্ষায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post