স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শুভসূচনা করল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ফুলহামের বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান গড়ে দিয়েছেন এবারই ওল্ড ট্র্যাফোর্ডে আসা ইয়োশুয়া জিকর্জি।
ম্যাচ শেষে গোলদাতা জিকর্জি প্রশংসায় পঞ্চমুখ কোচ টেন হাগ। তার বিশ্বাস, দলের বড় ঘাটতির একটি জায়গা পূরণ করতে পারেন বোলোনিয়া থেকে এই মৌসুমে দলে আসা ২৩ বছর বয়সী এই ডাচ ফরেয়ার্ড। টেন হাগ বলেন, ‘গত মৌসুমের শেষ দিকে সে চোট পেয়েছিল এবং সেজন্য ইউরোতে খেলতে পারেনি। আজকে শুরুটা দারুণ করল। কিছু ঘাটতি পুষিয়ে দিতে হবে আমাদের। তার মধ্যে এমন কিছু ব্যাপাআছে, আমাদের যা আগে ছিল না এবং আজকে নেমেই সে তা দেখিয়েছে।’
পুরো ম্যাচে সব দিক থেকেই ছিল ইউনাইটেডের দাপট। ৫৫ শতাংশ সময় বদল দখলে রেখে ১৪ শট নেয় তারা, লক্ষ্যে ছিল পাঁচটি। ফুলহামের ১০ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে। ম্যাচের ৮৮ মিনিটে ডান প্রান্তে বল বাড়িয়ে জিকর্জি ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর সেই বল তাঁর উদ্দেশে ক্রস করে বক্সে পাঠান আলেহান্দ্রো গারনাচো। বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ফরোয়ার্ড। তাঁকে নিয়ে টেন হাগ আরও বলেন, ‘সমন্বয় গড়া ও সংযোগ স্থাপনে সে খুব ভালো। বল-প্লেয়িং করার মতা সংমিশ্রণ আমাদের বেশ কজনই আছে। তবে কাউকে বক্সে জায়গামতো থাকতে হবে গোল করার জন্য এবং আজকে রাতে সে এটিই করেছে। সে এখন ম্যান ইউনাইটেডের ফুটবলার এবং একজন স্ট্রাইকারের জন্য প্রথম ম্যাচেই গোল করা মানে দারুণ শুরু।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০






























