স্পোর্টস ডেস্ক:: সামনেই নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামি ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দেশটির চারটি স্টেডিয়ামে আয়োজন করবে বিশ্বকাপের।
তবে পাকিস্তান নারীদের বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। পাকিস্তানের ম্যাচগুলো তাই আয়োজন হবে শ্রীলঙ্কা। লঙ্কাদ্বীপের কলম্বোতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান নারী দল। পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে উঠলে তাদের ওই ম্যাচগুলো কলম্বোতে হবে।
বিসিসিআই নারী বিশ্বকাপের জন্য বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তম এবং ইন্দোরে ভেন্যূ টিক করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত অংশ নেবে। তবে প্রতিপক্ষ কারা থাকবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। এই মাঠেই ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
আর প্রথম সেমিফাইনাল গুয়াহাটি বা কলম্বোতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে পাকিস্তান সেমিফাইনালে উঠবে কি না, তার ওপর ভিত্তি করে। একইভাবে ২ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু অথবা কলম্বোয়।
রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান ও ভারত ক্রিকেট ম্যাচগুলো এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে হবে। ভারত গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে রাজি হয়নি। এর জবাবে পাকিস্তানও ভারতে গিয়ে খেলবে না সাফ জানিয়ে দেয়। এরপর দুই পক্ষ সিদ্ধান্ত নেয় নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০