স্পোর্টস ডেস্কঃ নারী আইপিএল নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার। তারা হচ্ছেন পেসার মারুফা আক্তার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।
আজ নারী আইপিএলের দ্বিতীয় মৌসুমের ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তালিকায় আছেন ভারতের ১০৪ জন ক্রিকেটার। সব মিলিয়ে ১৬৫ জন ক্রিকেটারকে নিয়ে এই নিলাম হবে। যেখানে বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন।
প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকা মারুফা ও রাবেয়া দুজনই দারুণ ছন্দে আছেন। তাঁদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। এবার নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন এবং অস্ট্রেলিয়ার কিম গার্থ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post