স্পোর্টস ডেস্কঃ ২০২১ আবু ধাবি টি-টেন লিগে ম্যাচ পাতানোর ঘটনায় বড় শাস্তি পেলেন রিজওয়ান জাভেদ। এর আগে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন তিনি। নাসির ২ বছরের নিষেধাজ্ঞা পেলেও রিজওয়ানকে ১৭ বছর ৬ মাস নিষিদ্ধ করল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এই শাস্তির ঘোষণা দেয়।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করে সাড়ে ১৭ বছর নিষিদ্ধ হয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান। ২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষে আইসিসি ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল মিলিয়ে নয়জনের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ আনে।
রিজওয়ান তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে সময় মতো জবাব দেননি এবং পরে স্বীকার করে নেন যে, তিনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যে কারণে আইসিসি তাকে নিষেধাজ্ঞা দিয়েছে। তার বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগই গুরুতর। ২.১.১ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাচ পাতানো বা ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা করেছেন। ২.১.৩ ধারায় আনা অভিযোগ হলো- আসরে অংশ নেওয়া অন্য ক্রিকেটারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন।
এদিকে আইসিসির নৈতিকতাবিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘পেশাদার ক্রিকেট ম্যাচে বারবার এবং বড় আকারে দুর্নীতি করার চেষ্টার কারণে রিজওয়ান জাভেদকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি অনুতাপ বা আমাদের খেলা রক্ষায় যে নিয়ম আছে, সেগুলোর প্রতি কোনো সম্মান দেখাননি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post