নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন দাস। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ ব্যাপারে আজ তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। মূলত স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন লিটন।
লিটনের ছুটি চাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না সে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব। আগামীকালই টেস্টের দল ঘোষণা করে দিব।’
বাংলাদেশ আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে। এরপর মিরপুরে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগেই জানা গেছে, নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান থাকবেন না চোটের কারণে। নেই পেসার এবাদত হোসেনও।
এদিকে বাংলাদেশ সফরের টেস্ট দল আগেই ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাসমান সাগরপাড়ের দেশটি বাংলাদেশ আসবে ২১ নভেম্বর। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের কিউই দলে রাখা হয়েছে একাধিক স্পিনার। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও গ্লেন ফিলিপস আছেন ঘোষিত দলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post