স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানে ওয়ানডে সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন অ্যাডাম মিলনে। ফলে পাকিস্তান ছাড়াও ভারত সফরে যেতে পারছেন না নিউজিল্যান্ডের এই পেস বোলার। প্রস্তুতি নিয়ে উদ্বেগ থাকায় এই দুটি সিরিজের ওয়ানডে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। মিলনের বদলি হিসেবে পাকিস্তানে সফরে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে ব্লেয়ার টিকনারকে। বর্তমানে টেস্ট দলের সঙ্গে পাকিস্তানেই রয়েছেন এই পেসার।
পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে সোমবার থেকে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ ও ১৩ জানুয়ারি। ভারত সফরের তিন ওয়ানডে ১৮, ২১ ও ২৪ ফেব্রুয়ারি। ভারতের তিনটি টি-টোয়েন্টিও খেলবে কিউইরা। পাকিস্তানে ওয়ানডে সিরিজে খেললেও ভারত সফরে থাকছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। এশিয়ার এক দেশ সফর করেই তিনি ফিরবেন তাসমান সাগরপাড়ের নিউজিল্যান্ডে।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড- কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ব্লেয়ার টিকনার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post