নিজস্ব প্রতিবেদকঃ ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক দেখাতে পারল না বাংলাদেশ। নিজেদেরই ভুলে হারতে হয়েছে ২-০ গোলে। পাঁচ ডিফেন্ডার নিয়েও প্রতিপক্ষকে স্কোরিং করা থেকে রুখে দিতে পারল না স্বাগতিকরা। তবে ব্যবধান বড় হতে দেয়নি বাংলাদেশ, দেখিয়েছে লড়াই। আগের বার এই অস্ট্রেলিয়ার সাথে দেখায় ৭-০ গোলে হারতে হয়েছিল। প্রথম লেগের মতো এমনটা হয়নি এবার, তৃপ্তির ঢেঁকুর তাই তোলায় যায়। এতে কৃতিত্ব অবশ্য অস্ট্রেলিয়ার ফুটবলারদেরও। কারণ অনেকগুলো সহজ সুযোগ মিস করেছে অতিথিরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই শুরুর একাদশ নামান বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে শুরু থেকেই নিজেদের রক্ষণভাগ সামলে বেশ ভালোভাবেই খেলছিল বাংলাদেশ। তারিক কাজী, তপু বর্মণরা রুখে দিচ্ছিলেন প্রতিপক্ষের আক্রমণ। মাঝেমধ্যে আক্রমণভাগেও কিছু সম্ভাবনা দেখিয়েছিল স্বাগতিকরা। এদিকে নিজেদের ভুলে অস্ট্রেলিয়া একাধিক গোলের সুযোগও মিস করে। সব মিলিয়ে গোলশূন্য থাকতে পারত প্রথমার্ধ।
তবে সেটা হয়নি বাংলাদেশের ভুলের কারণেই। ২৯তম মিনিটে আত্মগাতী গোল হজম করে বসে বাংলাদেশ। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জোরাল শট নিয়েছিলেন আজদিন রুস্টিক। আর সেই বল আটকাতে পা বাড়িয়ে দিয়েছিলেন মেহেদী হাসান। কিন্তু দুর্ভাগ্যবশত বল তার পায়ে লেগে বলের দিক পাল্টে জড়ায় জালে। এতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বল পায়ে না লাগত, তবে গোল হতো কি-না সেটা নিয়ে সন্দেহ আছে।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সোহেল রানার বদলি হয়ে মাঠে নামেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এর আগে তপু বর্মণ সামলান দায়িত্ব। তবে এবারও ভাগ্য বিড়ম্বনায় ভুগেছে বাংলাদেশ। বোঝাপড়ার ভুলের কারণে আরও একটি গোল হজম করতে হয়েছে। ৬২তম মিনিটে জর্ডানের ক্রস থেকে ডি-বক্সের ভেতর হেডে কুসিনি ইয়েঙ্গি ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশের ডিফেন্স আটকানোর চেষ্টাই করতে পারেনি এই গোলে।
ম্যাচের বাকিটা সময় বলের আধিপত্য ধরে রাখে অস্ট্রেলিয়ায়ই। তবে গোল করতে পারেনি দলটি। যার ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সকারুজরা। এই নিয়ে এবারের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে চতুর্থ হার দেখল বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা শক্তিশালী দলটির বিপক্ষে এই ম্যাচে দল যে লড়াই করেছে, তা নজর কেড়েছে আলাদাভাবে। ভাগ্য সঙ্গী থাকলে, ভুলগুলো না হলে অস্ট্রেলিয়াকে রুখে দেওয়ার মতো চমক দেখাতে পারত স্বাগতিকরা।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আর একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে খেলতে নামবে হ্যাভিয়ের কাবরের শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post