নিজস্ব প্রতিবেদক:: তারাও জাতীয় দলে খেলেন। লাল সবুজের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক ম্যাচ খেলেন। কিন্তুু বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার খুব একটা সুযোগ মিলে না বাংলাদেশ নারী দলের।
সবশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার সুযোগ হয়েছিলো মিরপুরে। অবশেষে এবার তাদের অপেক্ষা ফুরাচ্ছে। জাতীয় নারী দলের সিরিজ হবে মিরপুরে। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচই হবে শেরে-ই-বাংলায়। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।
৯ জুলাই হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি, ১১ জুলাই দ্বিতীয় ও ১৩ জুলাই হবে তৃতীয় টি-২০ ম্যাচ। ভারত-বাংলাদেশের মেয়েদের ওয়ানডে লড়াই শুরু হবে ১৬ জুলাই থেকে। ১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ২২ জুলাই সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে।
নিগার সুলতানা জ্যোতিরা প্রিয় মিরপুরে ম্যাচ খেলার জন্য অপেক্ষায়। মেয়েদের কোচ হাশান তিলকারত্নে জানিয়েছেন, মেয়েরা মিরপুরে ম্যাচ খেলার জন্য অপেক্ষায় আছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মতে, দলের সবাই এই মাঠে খেলার অপেক্ষা করছে। সিরিজের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে মেয়েরা। এতে করে সুযোগ-সুবিধা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে ওরা। এটি কিন্তু ইতিবাচক বিষয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post