স্পোর্টস ডেস্কঃ এবারের আইপিএলের নিলামে খবরের জন্ম হয়েছিল শশাঙ্ক সিংকে ঘিরে। তবে উচ্চ পারিশ্রমিকের কারণে নয়, নাম নিয়ে বিভ্রান্তির সূত্রে। নিলামে তাকে দলে নেওয়ার পর পাঞ্জাব কিংস দল থেকেই বলা হয়েছিল, এই ক্রিকেটারকে তারা চান না! আর ভুলে কেনা এই ক্রিকেটারই দলটিকে গত রাতে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন।
গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ২০০ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ২ বলে ১ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন অধিনায়ক শিখর ধাওয়ান। আরেক ওপেনার জনি বেয়ারস্টো শুরুটা দারুণ করলেও স্থায়ী হতে পারেননি। ১৩ বলে ২২ রান করে নুর আহমেদের বলে আউট হন বেয়ারস্টো। ২৪ বলে ৩৫ রান করে নুরের শিকার হন প্রভাসিমরন।
দলীয় ৭০ রানে চতুর্থ উইকেট হারায় পাঞ্জাব। ৮ বলে ৫ রান করে আউট হন স্যাম কারান। জয়ের জন্য ৬৮ বলে তখনো প্রয়োজন ছিল ১৩০ রান। সেখান থেকে দলের হাল ধরেন শশাঙ্ক। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন সিকান্দার রাজা। ১৬ বলে ১৫ রান করে আউট হন তিনি।৮ বলে ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন জিতেশ শর্মা। এরপর শশাঙ্কের সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা চার-ছক্কার ঝড় তুলেন গুজরাটের বোলারদের বিপক্ষে। শেষ পর্যন্ত সফলও হয় তারা। যদিও ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে শেষ ওভারে গিয়ে আউট হন আশুতোষ। ৫ বলে তখন প্রয়োজন ছিল মাত্র ৭ রান। বোলার দর্শন নালকান্দে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল পাঞ্জাব শিবিরে। প্রথম তিন বলে ১ উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ২ রান দিয়ে তিনি গুজরাটকে শিবিরে আশা জাগিয়েছিলেন। কিন্তু চতুর্থ বলে শশাঙ্ক চার মেরে ম্যাচে কোনো নাটকীয়তা হতে দেননি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এ ব্যাটার। ২৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক। গুজরাটের হয়ে ৩২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন নুর।
গত ডিসেম্বরে আইপিএলের নিলামে শশাঙ্ককে তাঁর ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে কেনে পাঞ্জাব। তবে এর ঠিক পরপরই পাঞ্জাবের পক্ষ থেকে নিলাম পরিচালনাকারীকে ইঙ্গিত করা হয়, তারা তাঁকে নিতে চায় না। দলের মালিক প্রীতি জিনতাও একই ইঙ্গিত করেন। নিজেরা একজন খেলোয়াড়কে কিনে নেওয়ার পর আবার ফিরিয়ে দিতে চাওয়ার সেই ঘটনায় বেশ বিব্রতকর একটা পরিস্থিতিই তৈরি হয় আইপিএলের নিলামে। কয়েক মিনিট আগে শশাঙ্ক সিং নামে বাংলার আরেক ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল, এরপর পাঞ্জাবের অমন কাণ্ডে ধোঁয়াশা তৈরি হয় আরও। তবে মাঠের খেলায় শশাঙ্ক দেখিয়ে দিলেন তাঁকে কিনে ভুল করে নি পাঞ্জাব!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post