স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে আলোচনা-সমালোচনা যেনো থামছেই না। বান্ধবী কাণ্ডের পর আবারো আলোচনায় এলেন তিনি। তার বাবাকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। নেইমারের কেনা বাড়িতে কাজ করতে গিয়েই স্থানীয় পুলিশের কাছে গ্রেফতার হন তিনি।
ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের একটি জায়গা কেনেন নেইমার। জায়গাটিতে হেলিপ্যাড, স্পা ও জিম আছে। সেই বাড়িতে কাজ করাচ্ছিলেন তার বাবা। কিন্তুু কাজ করতে গিয়ে তিনি স্থানীয় পরিবেশ আইন ভঙ্গ করেন। যার কারণে তাকে গ্রেফতার করে পুলিশ।
তবে গ্রেফতারের পরপরই বিপুল পরিমাণ জরিমানা দিয়ে ছাড়া পান নেইমারের বাবা। ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল, এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেইমারের মালিকানাধীন ওই বাড়িতে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
স্থানীয় সরকার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের বিলাসবহুল প্রকল্পটিতে আাইন লঙ্ঘন করা হয়েছে। যার মধ্যে আছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, অনুমতি ছাড়া নদীর পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন। যার কারণে তার বাবাকে গ্রেফতার করা হয়েছিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post