স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় হয়ে আসর শেষ করল ইতালি। রোববার এবারের আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাঁচ গোলের লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারায় রবার্তো মানচিনির দল।
ডি গ্রোলস ভেস্তে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে লিড নেয় ইতালি। গোল করেন ইন্টার মিলানের উইঙ্গ ব্যাক ফ্রেডেরিকো ডিমারকো। প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে ইউরো চ্যাম্পিয়নরা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দাভিদ ফ্রাততেসি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আভাস দেয় নেদারল্যান্ডস। ৬৮ মিনিটে গোল করেন স্বাগতিকদের ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। কিন্তু ডাচদের ম্যাচে ফেরার আশা ভাঙেন ফেদ্রিকো চেইসা। তিনি ৭২ মিনিটে ইতালিকে ৩-১ গোলে এগিয়ে নেন। তবে তখনও ম্যাচের নাটক বাকি!
৮৯তম মিনিটে জর্জিনিয়ো ভেইনালডামের গোলে ফের ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় নেদারল্যান্ডস। ৯ মিনিট যোগ করা সময়ে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেনি তারা। শিরোপা লড়াইয়ে রোববার রাত পৌনে ১টায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post