স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী ছিটকে গেছেন। অ্যাপেন্ডাসাইটিসের ব্যথায় ভুগছেন তিনি। যার ফলে তিনি খেলতে পারবেন না সিরিজের বাকি অংশে। এবার তার বদলি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নোমানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নওয়াজকে। পিসিবি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে এই অলরাউন্ডারের দলে যুক্ত করার খবর। ঐতিহ্যবাহী মেলবোর্নের মাঠে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্ট ম্যাচের আগেই নওয়াজ দলে যোগ দেবেন।
পাকিস্তানের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নওয়াজ নিয়মিত মুখ হলেও, লাল বলের ক্রিকেটে তিনি নিয়মিত না। কখনো দীর্ঘদিন স্থায়ী হতে পারেননি দলে। ২০১৬ সালে টেস্টে অভিষেক হওয়া নওয়াজ সব মিলিয়ে ৬টি ম্যাচ খেলেছেন। ১০ ইনিংসে ব্যাট করেছেন মাত্র ১৪৪। নেই কোনো সেঞ্চুরি বা ফিফটি। বল হাতে ১২ ইনিংসে শিকার করেছেন ১৬ উইকেট। ইনিংসে এক বার ৫ উইকেট পাওয়ার কীর্তি আছে।
সবশেষ ২০২২ সালের ডিসেম্বর দেশের মাঠ মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন নওয়াজ। এবার এক বছর পর দলে ফিরলেন। সুযোগ পেলে এক বছর পর আবারও সাদা পোশাকে মাঠে দেখা যাবে তাকে। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল জয় পেয়ে ১-০’তে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের সামনে তাই বক্সিং ডে টেস্ট সিরিজ বাঁচানোর মিশন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post