স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলে নেই দীর্ঘ দিন থেকে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও একাদশে সুযোগ মিলেনি সব ম্যাচে। অথচ সেই সৌম্য সরকার কোথাও কিছু না করেই ইর্মাজিং এশিয়া কাপের দলে। এরপরই আলোচনার সবটুকুই তাকে নিয়ে।
গুঞ্জন আছে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ পছন্দের ছাত্র সৌম্য সরকার। হাথুরুসিংহে কোচ থাকাকালেই স্বর্ণযুগ কাটিয়েছেন সৌম্য। ব্যাটে ছিলো রানের ফোয়ারা, সুযোগও পাচ্ছিলেন একের পর এক। এরপরই যেনো হারতে বসেছিলেন তিনি।
আবারো হাথুরুসিংহে এসেছেন, সৌম্য সরকারও আবারো জাতীয় দলের সঙ্গী হয়েছেন। আফগানিস্তান সিরিজের ক্যাম্পে সুযোগ পান সৌম্য সরকার। বুধ ও বৃহস্পতিবার দু’দিনই তিনি ছিলেন চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ ক্লাসের ছাত্র। অনুশীলনে কোচ বেশ কিছু সময় দিয়েছেন এই ব্যাটারকে।
নেটে সৌম্যকে নিয়ে কাজ করেছেন হাথুরুসিংহে। ভালো ছাত্রের মতোই সৌম্য সরকার কোচের বিশেষ ক্লাসে ছিলেন মনযোগী। দু’দিনই হাথুরুসিংহেকে এই হার্ডহিটার ব্যাটারের সঙ্গে কাজ করতে দেখা গেছে। বোঝাই যাচ্ছে কোচের পছন্দ হওয়াতে জাতীয় দলে ফেরার সুযোগ আবারো পাচ্ছেন তিনি।
ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলতে পারলেই জাতীয় দলে ডাক মিলতে পারে তার। কোচও যেভাবে কাজ করছেন, ইমার্জিং এশিয়া কাপে তাই জ্বলে উঠতে পারে সরকারের ব্যাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post