নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের টেবিল টপার দল রংপু রাইডার্সকে শীর্ষ স্থান ধরে রাখতে হলে চিটাগাং কিংসকে হারাতেই হবে। অন্য দিকে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে বন্দর নগরীর দলটিকে জিততে হবে। এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করা রংপুর রাইডার্স পাকিস্তানী ক্রিকেটার ইফতিখার আহমদের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ১৪৩ রান তুলেছে।
জয়ের জন্য ১৪৪ রান করতে হবে চিটাগাং কিংসকে।
টস হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই দলীয় ৩ রানের মাথায় ওপেনার স্টিভেন টেইলরকে হারায়। রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন তিনে নামা সাইফ হাসান। দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে প্যাভেলিয়নে ফেরেন তিনি।
সাইফের বিদায়ের পর আরেক ওপেনার সৌম্য সরকারকেও হারায় দলটি। দলীয় ৩৭ রানে, ইনিংসের ষষ্ট ওভারের পঞ্চম বলে ১৭ বলে ২৩ রান করা এই ওপেনার ফিরেন সাজঘরে। দুই চার ও এক ছক্কা সাজান নিজের ইনিংসটি। দ্রুত তিন উইকেট হারানো দলটির হয়ে হাল ধরেন ইফতিখার আহমদ। এক প্রান্ত আগলে রেখে লড়াই করেন তিনি। ষষ্ট উইকেটে মেহদী হাসানকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে দলকে এনে দেন ১৪৩ রানের পূঁজি। সাত চার ও তিন ছক্কায় ৪৭ বলে ৬৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থাকেন এই হাফ সেঞ্চুরিয়ান। তিন বাউন্ডারিতে ২০ বলে ২২ রানে অপরাজিত থাকেন মেহদী হাসান।
চিটাগাং কিংসের হয়ে খালেদ দু’টি, শরিফুল ও শামীম একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































