স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অবশ্য পুরোপুরি ৯০ ওভার খেলার সুযোগ হয়নি। বৃষ্টির বাঁধায় শেষ পর্যন্ত খেলা হয়েছে মোট ৬৬ ওভার। যেখানে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিক অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে।
দিনের শুরুতে ২৭ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার মিলে তুলেন ৯০ রান। এর মধ্যে দুই বার জীবন পাওয়া ওয়ার্নার ৩৮ রান করে আউট হলে সেই জুটি ভাঙে। অথচ এই বাঁহাতি ওপেনার ২ রানে ও ১৭ রানে আউট হতে পারতেন। দুই বারই স্লিপে ক্যাচ লুফে নিতে পারেননি পাকিস্তানের ফিল্ডাররা।
আউট হওয়ার আগে ওয়ার্নার গড়েছেন নতুন কীর্তি। স্টিভ ওয়াহকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন এই বাঁহাতি ওপেনারের। তার উপরে কেবল আছেন রিকি পন্টিং।
দলের রান একশ পার হতেই আউট হয়ে ফিরে যান উসমান খাজা। দারুণ খেললেও, ফিফটির দেখা পাননি এই ক্রিকেটার। ৫ বাউন্ডারিতে ৪২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন। এরপর ৪৬ রানের জুটি গড়েন মার্নাস ল্যাবুশানে ও স্টিভ স্মিথ। ২৬ রান করে বিদায় নেন স্মিথ। এরপর আর কোনো উইকেট হারায়নি অজিরা। মার্নাস ল্যাবুশানে ৪৪ রানে ও ট্রেভিস হেড ৯ রান করে অপরাজিত আছেন দিন শেষে।
পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন হাসান আলি, আমির জামাল ও আঘা সালমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post