স্পোর্টস ডেস্কঃ সবশেষ গেল বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলেছিলেন শাহীন আফ্রিদি। এরপর আর সাদা পোশাকে খেলা হয়নি পাকিস্তানের এই তারকা পেসারের। হাঁটুর চোটে বাইরে ছিলেন। যদিও মাঝে ভিন্ন ফরম্যাটে খেলেছেন। তবে একইসাথে ইনজুরিতেও ভুগেছেন।
সেই শাহীন আফ্রিদি প্রায় এক বছর পর আবারও ফিরেছেন পাকিস্তান জাতীয় দলের টেস্ট ফরম্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে শাহীন আফ্রিদিকে রাখা হয়েছে। এছাড়াও দলে নতুন দুই মুখ রয়েছে। তারা হলেন ব্যাটার মোহাম্মদ হুরাইরা ও অলরাউন্ডার আমির জামাল।
আগামী জুলাই মাসে হবে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। আর সেই সিরিজটি ২০২৩-২৪ টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলের অংশ। পাকিস্তান এবং শ্রীলঙ্কা, দুই দলই নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু করবে এই সার্কেল দিয়ে।
১৬ সদস্যের পাকিস্তান টেস্ট দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আঘাহ, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহীন আফ্রিদি ও শান মাসুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post