স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগে অবিক্রিত পেসার মোহাম্মদ ইরফান আরেকবার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। চলতি বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। এর আগেও বিপিএল খেলার অভিজ্ঞতা আছে ইরফানের।
৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার ইরফান এখন পর্যন্ত খেলেছেন ১৫৩ টি-২০ ম্যাচ। ৬.৬৭ ইকোনমি রেট আর ২৩.৭১ বোলিং গড়ে ১৬০ উইকেট রয়েছে তার। শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। সাত ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা।
এদিকে বিপিএলের গত আসরে রানাআর আপ দল সিলেট স্ট্রাইকার্সে ছিলেন ইরফান। এর আগে সিলেট সিক্সার্সের জার্সিতেও বিপিএল মাতিয়েছেন তিনি। গত আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইরফান। সেই ম্যাচের পর আর কোনো টি-২০ ম্যাচ খেলেননি তিনি। খেলেছেন একটি টি-১০ টুর্নামেন্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post