স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন হলো রিশাদ হোসেনদের লাহোর কালান্দার্স। শিরোপার লড়াইয়ে লাহোরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর। পাকিস্তান সুপার লিগে এটি ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় শিরোপা।
রিশাদের দল লাহোরে বাংলাদেশী আরেক তারকা সাকিব আল হাসান থাকলেও ফাইনাল খেলা হয়নি তার। লাহোর সাকিবের জায়গায় খেলিয়েছে সিকান্দার রাজাকে।
আগে ব্যাট করা কোয়েটা ২০১ রান তুলেছিলো। তবুও জিততে পারেনি শিরোপা। কুশর পেরেরা ও সিকান্দার রাজার দারুণ ফিনিশিংয়ে এক বল হাতে রেখে চার উইকেট হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএলের শিরোপা জিতে নেয় লাহোর।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা কোয়েটা শিরোপার জন্য লড়াইয়ের মতো পূঁজি গড়ে। নয় উইকেট হারিয়ে ২০১ রান তুলে দলটি। দারুণ ব্যাট করেছেন হাসান নেওয়াজ। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেছেন তিনি। ৪৩ বলের ইনিংসে খেলেছেন আট চার ও চার ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন অভিষেক ফার্নান্দো। ২৮ রান এসেছে ফাহিম আশরাফের ব্যাট থেকে। ২২ রান করে সংগ্রহ করেছেন রাইলী রুশো ও দিনেশ চান্দিমাল।
লাহোরের হয়ে শাহিন শাহ আফ্রীদি ৩টি, সালমান মির্জা, হারিস রউফ ২টি ও রিশাদ ১টি করে উইকেট লাভ করেন।
২০১ রানের লক্ষ্যে খেলতে নামা লাহোর কুশল পেরেরা ও সিকান্দার রাজার দারুণ ফিনিশিংয়ে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করে পেরেরা অপরাজিত থাকেন। ৩১ বলে পাঁচ চার ও চার ছক্কায় সাজান নিজের ইনিংসটি। দু’টি করে চার ও ছক্কায় সাত বলে ২২ রানে দলের জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। এছাড়াও ৪৬ রান করেন মোহাম্মদ নাঈম।
কোয়েটার হয়ে আমির, আশরাফ ও আবরাররা একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০