স্পোর্টস ডেস্ক:: অবশেষে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের হয়ে মাঠে নামবেন তিনি। পিএসএলে রিশাদের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার।
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে পিএসএল স্থগিত আছে। দু’এক দিন পরেই টুর্নামেন্ট আবারো শুরু হবে। এই সময়ে অনেক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় বদল করছে। যুদ্ধের কারণে যারা পাকিস্তান ছেড়ে ছিলেন, তাদের কেউ কেউ আর ফিরতে চাইছেন না পিএসএলে। ফলে তাদের জায়গায় নতুন ক্রিকেটার নিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের।
সাকিব আল হাসান এ নিয়ে তৃতীয়বার খেলছেন পিএসএলে। এর আগে তিনি করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমে ছিলেন। সাকিবকে দলে নিতে লাহোর কালান্দার্স তার সাথে যোগাযোগ করে। তিনিও সম্মতি প্রকাশ করেন। তবে সাকিবকে পিএসএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতি নিতে হবে।
বিসিবি এখনো সাকিবকে অনুমতি দেয়নি। যার ফলে লাহোর কালান্দার্স আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়নি এখনো। তবে একটি সূত্র জানিয়েছে, সাকিব বিসিবিতে এখনো পর্যন্ত আবেদন করেননি। তিনি আবেদন করলে বোর্ড বিষয়টি বিবেচনা করে দেখবে।
আগামী শনিবার থেকে পিএসএলের বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না। লিগ পর্ব ও প্লে–অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএলে এখনো ৮ ম্যাচ বাকি। লিগ পর্বে লাহোর শেষ ম্যাচটি খেলবে আগামী রোববার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০