স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগ জিততে না পারলেও শিরোপার দৌড়ে ভালো মতোই ছিলো আর্সেনাল। শেষ মূহুর্তে সিটির কাছে শিরোপা হারিয়েছে দলটি। খাদের কিনারায় থাকা আর্সেনালকে শিরোপার দৌড়েও তুলেছিলেন মিকেল আর্তেতা। দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি।
ফরাসি জায়ান্ট পিএসজি আর্সেনালের কোচ মিকেল আর্তেতাকে নিজেদের কোচ করতে চায়। স্প্যানিশ কোচের সঙ্গে বৈঠকও করেছেন পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোস। দিয়েছেন লোভনীয় প্রস্তাব। কিন্তুু মিকেল আর্তেতা কি ভাবছেন? তিনি কি আর্সেনালের ডাগ আউট ছাড়তে চান?
ফরাসি লিগ চ্যাম্পিয়ন হলেও পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েকে বরখাস্ত করেছে ইউরোপিয়ান লিগে ব্যর্থতার জন্য। কোচ হীন দলটি আর্সেনাল দুর্দান্ত সাফল্য এনে দেওয়া আর্তেতার উপর নজর দিয়েছে। কিন্তুু আর্তেতা জানিয়েছেন, তিনি আর্সেনালেই ভালো আছেন। যোগ্য সম্মান পাচ্ছেন। ক্লাব ছাড়তে চান না তিনি।
আর্সেনাল ছাড়তে চান না জানিয়েছেন আর্তেতা। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই বিষয়ে কিছু বলার নেই। শুধু এটুকু বলতে পারি, আমি আর্সেনালে অনেক খুশি আছি। এখানে ভালোবাসা আছে, মালিকপক্ষের কাছ থেকে প্রাপ্য সম্মানটা পাচ্ছি। এছাড়া ক্লাবে আমার অনেক কিছু করার আছে। আমি অনেক খুশি এবং আর্সেনালের কাছে কৃতজ্ঞ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post