স্পোর্টস ডেস্কঃ ফরাসি ক্লাব পিএসজির কোচ ক্রিস্তোফার গালতিয়ের ও তাঁর ছেলে ভ্লাহোভিচকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। শুক্রবার এই খবর নিশ্চিত করেছে ফরাসি গণমাধ্যম। সংবাদ মাধ্যম লা পেরিসিয়েন জানিয়েছে, বর্ণবাদের অভিযোগে তাঁদেরকে আটক করেছে পুলিশ।
গালতিয়েরের বিরুদ্ধে অভিযোগটা অবশ্য পিএসজির দায়িত্বে থাকার সময় নয়, লিগ ওয়ানের আরেক দল নিসের ডাগআউটে দাঁড়ানোর সময়। সেই ক্লাবের ফুটবলারদের নিয়ে ধর্মীয় বৈষম্যমূলক ও বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যার কারণে আজ তাঁকে আটক করা হয়েছে।
যদিও শুরু থেকেই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন গালতিয়ে। জানা গেছে তিনি একটি অভিযোগও দায়ের করেছেন এই বিষয়ে। এদিকে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখ পড়তে পারেন এই ফ্রেঞ্চ ফুটবল কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post