স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে পিএসজি বড় ব্যবধানে হারিয়েছে মোনাকোকে। গতরাতের ম্যাচটিতে ৫-২ গোলে জয় পায় লুইস এনরিকের দল। প্যারিসিয়ানদের হয়ে গোল করেন গনসালো রামোস, কিলিয়ান এমবাপে, ওসমানে দেম্বেলে, ভিতিনহা ও রান্ডাল কোলো মুয়ানি। আর মোনাকোর হয়ে গোল করেন তাকুমি মিনামিনো ও ফোলারিন বালোগুন।
৭ গোলের ম্যাচে দুই দলের ৭ জন নাম লেখালেন স্কোর শিটে। যার শুরুটা করেন রামোস। এরপরে মোনাকো সমতায় ফিরলেও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান এমবাপে। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এভাবেই খেলা এগিয়ে যাচ্ছিল। সে সময়ে দেম্বেলে ও ভিতিনহা পরপর গোল করে ব্যবধান ৪-১ করেন।
৭৫ মিনিটে মোনাকো একটি গোল শোধ করে। শেষ দিকে পিএসজির বদলি খেলোয়াড় কোলো মুয়ানির গোলে ব্যবধান ৫-২ করে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এ জয়ে শীর্ষস্থান মজবুত করল পিএসজি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। দুই আছে নিস। তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। এরপর তৃতীয় স্থানে আছে মোনাকো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post