স্পোর্টস ডেস্ক:: আগামি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও নিকোলাস পুরানের সেঞ্চুরিতে নেপালকে ১০১ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
আগে ব্যাট করা উইন্ডিজ জোড়া সেঞ্চুরিতে ৩৩৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা নেপাল ইনিংসের দুই বল আগে থেমেছে ২৩৮ রানে।
টস হেরে ব্যাট করতে নামা উইন্ডিজরা অবশ্য শুরুতেই হারায় উইকেট। দলীয় ২ রানে ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান কাইল মায়ার্স। ৪ বলে ১ রান করেন এই ওপেনার। দলীয় অর্ধশতক পেরুতেই তিন উইকেট হারানো উইন্ডিজরা চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে শাই হোপ ও নিকোলাস পুরানের ব্যাটে। ২১৬ রানের জুটিতেই উইন্ডিজরা পায় বড় রানের জুটি।
দশ চার ও তিন ছক্কায় ১২৯ বলে ১৩২ রান করেন শাই হোপ। আরেক সেঞ্চুরিয়া নিকোলাস পুরান করেন ১১৫ রান। ৯৪ বলের ইনিংস সাজিয়েছেন দশ চার ও চার ছক্কায়। ৩২ রান করেন ব্রেন্ডন কিং। ৭ উইকেটে ৩৩৯ রানে থামে দলটি।
নেপালের হয়ে ললিত ৩টি উইকেট লাভ করেন।
৩৪০ রানের বড় টার্গেটে খেলতে নামা নেপাল ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.৪ ওভারে ২৩৮রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেছেন আরিফ শেখ। ৪২ রান এসেছে গুলসান জার ব্যাট থেকে। এছাড়াও ২৮ রান করে সংগ্রহ করেছেন আসিফ শেখ ও কারান কেসি।
উইন্ডিজের হয়ে জেসন ৩টি, আকেল, কিমো ও জোসেফ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post