নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে ঘিরে প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। তবে ম্যাচের আগে দুঃশ্চিন্তা ভর করছে টাইগার শিবিরে। এমনিতে আঙ্গুলের চোটে থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে অধিনায়কত্ব করতে দেখা যাবে লিটন কুমার দাসকে।
এবার পুরোনো ব্যাক পেইনে ভুগছেন দলের আরেক তারকা তামিম ইকবাল। এই ওপেনার পিঠের চোট নিয়ে অস্বস্তিতে আছেন। এই চোটের কারণে দুই দিন অনুশীলন করেননি তিনি। তবে বিশ্রামে থাকার পর রোববার অনুশীলনে ফিরেছেন তামিম। কিন্তু, মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে ফিরলেও স্বস্তিতে নেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুশীলনে মাত্র ১০ মিনিট নেটে ব্যাটিং করে ফিরে আসেন তামিম। যত সময় ব্যাটিং করেছেন , অস্বস্তি দেখা গেছে। এরপর যখন ফিরে আসেন, সহকারী কোচ নিক পোথাসের সাথে কথা বলতে বলতে কোমড়ে হাত দিয়ে হুট করে বসে পড়েন বাংলাদেশ ওপেনার। নিশ্চিতভাবে তখন পরিলক্ষিত হয়, চোট কতটা ঘায়েল করেছে তামিমকে।
যদিও এখনই তামিমকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আপাতত টিম ম্যানেজম্যান্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম পর্যবেক্ষণ করা হচ্ছে তামিমের চোট। অনুশীলনেও তাঁকে নিয়ে আসা হয়েছে, এই পর্যবেক্ষণের অংশ হিসেবেই। তামিম খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ম্যাচের আগের দিন। এই সময় পর্যন্ত টিম ম্যানেজম্যান্ট অপেক্ষা করবে।
উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post