নিজস্ব প্রতিবেদকঃ চোট, ইনজুরি এগুলো এখন নিত্যসঙ্গী তামিম ইকবালের। হুট করে অবসরে চলে যাওয়া, প্রধানমন্ত্রীর ডাকে সেখান থেকে ফিরে আসা, সঙ্গে বিশ্বকাপে না যাওয়াসহ অনেক বিতর্কের মূলেই ছিল এই ইনজুরি সমস্যা। দিন কয়েক আগেও অনুশীলনে আঙ্গুলে চোট পান তামিম। যদিও সেটি খুব গুরুতর নয়।
তবে সব মিলিয়ে গুঞ্জন আছে তামিম ইকবাল পুরোপুরি ফিট নন বর্তমানে। টাইগারদের ড্যাশিং ওপেনার এমতাবস্থায়ই খেলতে যাচ্ছে শুক্রবার থেকে শুরু হওয়া বিপিএলের দশম আসরে। ফরচুন বরিশালের নেতৃত্বে দেখা যাবে তাকে। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম।
সেখানে তার কাছে প্রশ্ন ছুঁড়ে গিয়েছিল, পুরোপুরি ফিট না হয়ে খেলা দলের সাথে চিট করা হবে কি না। জবাবে তামিম জানিয়েছেন, এটা চিট করা হবে না। কারণ বর্তমান সময়ে কেউই শতভাগ ফিট হয়ে খেলতে পারছেন না। ৭০ থেকে ৯০ শতাংশ ফিট থকে ম্যাচ খেলেন ক্রিকেটাররা।
এই প্রসঙ্গে তামিম বলেন, ‘না (চিট করা প্রসঙ্গে), আমার কাছে মনে হয় না। ইনজুরি এমন একটা অংশ, আমি এখনো বলবো কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে, আমি শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০ শতাংশ ফিট থাকে, ৮০ শতাংশ ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post