স্পোর্টস ডেস্কঃ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হয়েছে ভারত। টানা দুই আসরে ফাইনাল খেললেও, শিরোপা থেকে বঞ্চিত হয়েছে দলটি। দলের এমন ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় চমক বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হচ্ছে না এই অভিজ্ঞ ব্যাটারের। যা কিনা মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় তারকা সুনীল গাভাস্কার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজিঙ্কা রাহানে ব্যতীত বাকি সব ব্যাটারই ব্যর্থ ছিলেন।
তবে সবাই ব্যর্থ হলেও বাদ দেয়া হয়েছে শুধুমাত্র পূজারাকে, যার কোনো সদুত্তর খুঁজে পাচ্ছেন না বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা গাভাষ্কার। বয়সের কারণেও পূজারা বাদ পড়তে পারেন, এমন যুক্তিও মানতে নারাজ তিনি। একরাশ ক্ষোভ জানালেন পূজারার বাদ পড়া নিয়ে।
ভারতীয় এক গণমাধ্যমকে গাভাস্কার বলেন, ‘মানুষ চল্লিশ বা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। এতে কোনও ভুল নেই কারণ, তারা সকলেই খুব ফিট। যতক্ষণ আপনি রান করছেন এবং উইকেট নিচ্ছেন, আমি মনে করি না বয়স একটি ফ্যাক্টর হওয়া উচিত।’
বাকিরা ব্যর্থ হলেও, শুধুমাত্র পূজারাকে বাদ দেওয়া প্রসঙ্গে গাভাষ্কার বলেন, ‘সুস্পষ্টভাবে, শুধুমাত্র একজনকেই লক্ষ্য করা হয়েছে, অথচ অন্যরাও তো ব্যর্থ হয়েছিল। আমার কাছে ব্যাটিং ব্যর্থ হয়েছে। অজিঙ্কা রাহানে ছাড়া…অবশ্যই দুই ইনিংসেই সে ৮৯ এবং ৪৬ রান করেছিল, অন্য আর কেউই রান পায়নি।’
‘তাহলে কেন তাকে (পূজারা) বাদ দেওয়া হলো? কেন তাকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানানো হচ্ছে? সে ছিল ভারতীয় ক্রিকেটের সেবক, অনুগত সেবক। কারণ. যেকোনো প্ল্যাটফর্মে তার লাখ লাখ ফলোয়ার নেই, যারা তার বাদ দেয়া নিয়ে আওয়াজ তুলবে! মানে, আপনি তাকে বাদ দিয়েছেন…এটা বোঝারও বাইরে। তাকে বাদ দিয়ে, অন্য যারা ব্যর্থ হয়েছে তাদের রাখার মাপকাঠিটা কী ঠিক?’ যোগ করেন এক সময়ের তারকা ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post