স্পোর্টস ডেস্কঃ এই প্রথম বিশ্বকাপ জয়ী হিসেবে নিজের জন্মদিন পালন করছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। জীবনের বসন্তে মেসির ৩৬ বছর পূর্ণ হলো শনিবার। নিজের জন্মদিনে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন তিনি।
রোসারিওতে শনিবারের ম্যাচটিতে মেসি করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা এই মহাতারকা অবশ্য দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেন নি। মার্সেলো বিয়েসলা স্টেডিয়ামে মেসির সাবেক ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ও আর্জেন্টিনার মধ্যকার এই প্রদর্শনী ম্যাচটি মূলত কিংবদন্তি ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজের বিদায় উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল।
ম্যাচটি ৭-৫ গোলে জয় পায় নিউওয়েলস ওল্ড বয়েজ। খেলা শেষে মেসি বলেন, ‘রদ্রিগেজের প্রতি শ্রদ্ধা জানাতে সকলে এখানে এসেছেন। এই সুন্দর দিনে তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। আমি বলতে চাই এই দিনটি শুধুই রদ্রিগেজের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post