নিজস্ব প্রতিবেদক:: ফাইনাল থেকে মাত্র একটি ম্যাচ দূরে সিলেট টাইটান্স। বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহীকে হারাতে পারলেই মঈন আলি, ক্রিস ওকস ও স্যাম বিলিংসদের সিলেট খেলবে ফাইনাল।
বিপিএলে চমকে দিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। ইংলিশ তারকাদের দলে ভিড়িয়ে একের পর এক চমক উপহার দিয়েছে দলটি। মঈন আলী, স্যাম বিলিংসের পর প্রথমবার বিপিএল খেলতে এসে ক্রিস ওকস সিলেটকে দ্বিতীয় সেমিফাইনালে তুলেছেন। শেষ বলে দারুণ এক ছক্কায় রংপুরকে কাঁদিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী জানিয়েছেন, তার দল ফাইনালে গেলে তিনি আরো বড় চমক দেবেন। বাস রিজার্ভ করে সিলেটের দর্শকদের ঢাকায় নেবেন। প্রয়োজনে করবেন বিমান বুকিং। তবুও মিরপুরের হোম অব ক্রিকেট রাখবেন সিলেটের দখলে।
এর বাইরেও থাকবে দারুণ চমক। বেন স্টোকসের মতো তারকায় নজড় সিলেট টাইটান্সের। ফাইনালে খেলে ইংলিশ এই তারকাকে আনার চেষ্টা করবেন দলটি। ইতিমধ্যে মঈন আলীর মাধ্যমে প্রস্তাবও দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক আজ দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহীকে হারিয়ে সিলেট ফাইনাল খেলতে পারবে কি?
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































