স্পোর্টস ডেস্কঃ ওপেনিংয়ে নেমে দারুণ খেলতে থাকা লিটন হাঁকিয়েছেন ফিফটি। তবে ইতোমধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ইংল্যান্ডের করা ৩৬৪ রানের পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্ত ফিরেন। এরপর অধিনায়ক সাকিব আল হাসানও থিতু হতে পারেন নি। আগের ম্যাচে দারুণ খেলা মেহেদি হাসান মিরাজের ব্যাট আজ আর হাসে নি।
তামিমের সাথে ওপেন করতে নেমে প্রথম ওভারেই ৩ চার হাঁকান লিটন। তবে তাঁর দেখানো পথে হাঁটতে পারেন অন্য টাইগার ব্যাটাররা। একে একে ফিরেন সাজঘরে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৩৮ বলে ফিফটির দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
ক্যারিয়ারের ১১তম ও বিশ্বকাপে দ্বিতীয় ফিফটির দেখা পেলেন লিটন। মাইলফলক স্পর্শ করার পথে তিনি চার ৭টি, সঙ্গে ১টি ছক্কা হাঁকান। এর আগে চারে নেমে থিতু হতে পারেন নি অধিনায়ক সাকিব আল হাসান। অহেতুক আউট হলেন বাঁহাতি এই ব্যাটার। রিস টপলির তৃতীয় শিকার হওয়ার আগে মাত্র ১ রান করেছেন তিনি।
চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব ও লিটন। কিন্তু ষষ্ঠ ওভারে রিস টপলির দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিবও আউট। ৯ বলে ১ রান করে ফিরেন বাংলাদেশ অধিনায়ক। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ফিরেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। টপলির বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন মাত্র ১ রানে।
পরের বলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।প্রথম ওভারে লিটন ভালো শুরু এনে দিলেও পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার তামিম। ইংল্যান্ডের বাঁহাতি পেসার টপলির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post