স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপে পরপর দুই বড় জয়ে ফিফার র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। জামাল ভুঁইয়াদের র্যাংকিং অবস্থান পরিবর্তন না হলেও র্যাংকিংয়ের পয়েন্ট ঘটেছে উন্নতি।
শক্তিশালী লেবাননের বিপক্ষে ভালো খেলেও শেষের ভুলে হার দিয়ে সাফ শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারায় জামালরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকেও একই ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।
পরপর দুই ম্যাচে ভালো খেলায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাংকিংয়ে পয়েন্ট উন্নতি হয়েছে। বৃহস্পতিবার ফিফা র্যাংকিং হাল নাগাদ করেছে। র্যাংকিং পয়েন্টে ৫ দশমিক ৬২ পয়েন্ট উন্নতি হয়েছে বাংলাদেশের। বর্তমান পয়েন্ট ৮৮৯ দশমিক ৫। তবে অবস্থানের পরিবর্তন হয়নি। আগের ১৯২ তম স্থানেই আছে বাংলাদেশ দল।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সবার উপরেই আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। তিনেই থাকছে ব্রাজিল। চারে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম রয়েছে। এছাড়াও শীর্ষ দশের মধ্যে ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে স্পেন আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post