স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ নারী দল ফুটবল ভালো খেলার পুরস্কার পেলো। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা বাংলাদেশ নারী দল ফিফা র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছে। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে অনেক। এক লাফে ২৪ ধাপ উন্নতি করেছে মেয়েরা।
বাংলাদেশ নারী ফুটবল দল বেশ কয়েক বছর থেকে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছে। সম্প্রতিও দারুণ খেলছে। তারই ফল পেলো বাংলাদেশের মেয়েরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার নারীদের র্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে ২৪ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।
র্যাংকিংয়ে বরাবরের মতো শীর্ষে আছে স্পেন নারী দল। একধাপ অবনতি হয়ে শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে ইউএসএ নারী দল। তিনে আছে সুইডেন। তিন ধাপ উন্নতি করেছে দলটি। এক ধাপ উন্নতি করে র্যাংকিংয়ে চার নম্বরে আছে ইংল্যান্ড নারী দল। দুই ধাপ নিচে নেমে পাঁচে আছে জার্মানি। চার ধাপ এগিয়ে ছয়ে আছে ফ্রান্স নারী দল। তিন ধাপ নিচে নেমে সাতে নেমে গেছে ব্রাজিল। এক ধাপ নিচে নেমে আটে গেছে জাপান। সেরা নয়ে থাকা কানাডাও এক ধাপ নিচে গেছে। সেরা দশের মধ্যে আছে কোরিয়ার মেয়েরা। তাদেরও একধাপ অবনতি হয়েছে।
বাংলাদেশ নারী দল র্যাংকিংয়ে ১০৪ নম্বরে উঠেছে। দুই ধাপ উন্নতি করে আর্জেন্টিনা নারী দল ফিফা র্যাংকিংয়ে ৩০তম স্থানে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০