স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আরেকটি জয় পেয়েছে ফ্রান্স। দিদিয়ে দেশমের দল প্যারিসে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচ ১-০ গোলে জিতেছে। আধা ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে গ্রিস। তবু লড়াই করে গেছে তারা।
১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া গ্রিস ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ম্যাচ শেষে ফরাসী কোচ দেশম বলেন, ‘আজকের ম্যাচে জয়ের জন্য যা কিছু করা দরকার আমরা তা করেছি। এই কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে আমরা সবাই সন্তুষ্ট। এই দলটির মধ্যে যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।’
গ্রিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ফ্রান্স। বক্সে হেড নিতে যাওয়া অ্যান্তেনিও গ্রিজমানের মাথায় বুট দিয়ে আঘাত করেন গ্রিক ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। তাকে হলুদ কার্ড দেখানোর পর ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।
স্পট-কিকে শুরুতে কিলিয়ান এমবাপের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু আগেই তিনি লাইন থেকে বেরিয়ে আসায় আবার সুযোগ পায় ফ্রান্স, এবার আর ভুল করেননি অধিনায়ক এমবাপে। ৬৯তম মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় গ্রিস। বক্সের মাথায় কোলো মুয়ানিকে ফাউল করে লাল কার্ড দেখেন মাভ্রোপানোস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post