স্পোর্টস ডেস্কঃ বরুশিয়া ডর্টমুন্ড থেকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রাফায়েল গেরেইরোকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নরা পর্তুগালের এই ডিফেন্ডারকে দলে নেওয়ার খবর ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায়। চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত বাভারিয়ানদের ঢেরায় থাকবেন তিনি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন গেরেইরো। ডর্টমুন্ডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪০টি গোলের পাশাপাশি নামের পাশে রয়েছে ৫০টি অ্যাসিস্টও। জিতেছেন দুটি জার্মান কাপ ও একটি জার্মান সুপার কাপ।
২০১৬ সালের জুলাইয়ে ফরাসি ক্লাব লরিয়ঁ থেকে ডর্টমুন্ডে যোগ দেন ২৯ বছর বয়সী গেরেইরো। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি মাসের শেষ পর্যন্ত। চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন ক্লাবে যোগ দিলেন তিনি। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি।
এদিকে গেরেইরোর আগে বায়ার্ন দলে নিয়েছে মিডফিল্ডার কনরাড লাইমারকে। চার বছরের চুক্তিতে লাইপজিগ থেকে জার্মান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন তিনি। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে এই অস্ট্রিয়ানকে দলে টানে মিউনিখের ক্লাবটি।
লাইপজিগের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯০টি ম্যাচ খেলেছেন লাইমার, গোল করেছেন ১৫টি। অস্ট্রিয়া জাতীয় দলের হয় তাঁর অভিষেক ২০১৯ সালে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৬টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post