স্পোর্টস ডেস্ক:: আইসিসি ও বিসিসিআই মিলে মিশে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে। ক্রিকেটের এই দুই সংস্থার ফাঁদে পড়ে বাংলাদেশকে বিসর্জন দিতে হয়েছে টি-২০ বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপ আয়োজন নিয়েই শঙ্কায় পড়েছে ভারত। ভেস্তে যেতে পারে ভারতে বিশ্বকাপ আয়োজন।
বিশ্বকাট শুরুর আগ মূহুর্তে বিপাকে পড়েছে ভারত। দেশটিতে এরই মধ্যে নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষেধক বিহীন এমন ভাইরাস জনিত রোগের সময়ে বিশ্বকাপের মতো বড় আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় গণমাধ্যম ও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন দুই নার্স ও একজন চিকিৎসক।
নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ায় এরই মধ্যে স্থানীয় প্রশাসন শতাধিক মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে। পাশাপাশি আক্রান্ত জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে, চলছে কন্টাক্ট ট্রেসিং ও আইসোলেশন প্রক্রিয়া। প্রশ্ন উঠেছে—স্বাস্থ্য পরীক্ষা, দর্শক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আদৌ সম্ভাব্য কোনো প্রাদুর্ভাব সামাল দেওয়ার জন্য যথেষ্ট কি না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































