নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সকালে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৭ উইকেটে ১৫৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা দল। আর যার কারণে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে বিশাল লক্ষ্য। স্বাগতিকদের ৫১১ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা। জিততে হলে তাই নতুন রেকর্ড গড়তে হবে টাইগারদের।
আগের দিনের করা ৬ উইকেটে ১০২ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন সকালের সেশনে আবারও ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৩৯ রানে অপরাজিত থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস এদিন পূরণ করেন নিজের ফিফটি। প্রভাত জয়সুরিয়াকে সাথে নিয়ে এগিয়ে নেন ইনিংসকে। তবে ফিফটি পূরণ করার পর ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। প্রভাতের সাথে ৪৩ রানের জুটি ভেঙে ফিরে যান সাকিব আল হাসানের বলে বোল্ড আউট হয়ে। ৭৪ বলে ৫ বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।
তবে এই উইকেটের পর আর কোনো উইকেট হারায়নি। দলের রান দেড়শ পার হওয়ার পর, লিড যখন পাঁচশ ছাড়িয়ে যায়, তখনই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস থামিয়ে দেয় সফরকারীরা। যার ফলে ৩৫৩ রানের লিড যোগ করে শ্রীলঙ্কার পুঁজি দাঁড়ায় ৫১০। বাংলাদেশকে তাই জিততে হলে সাড়ে পাঁচ সেশনে করতে হবে ৫১১ রান। প্রভাত জয়সুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্দো ৮ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ ৬৫ রান খরচায় ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিংয়ের দেখা পান। খালেদ ২টি ও সাকিব ১টি উইকেট শিকার করেন।
Discussion about this post