স্পোর্টস ডেস্কঃ আরেকটি ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ নারী ‘এ’ দল। নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ভারত নারী ‘এ’ দল। জবাব দিতে নেমে ৯৬ রানে অলআউট হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
হংকংয়ে ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দীনেশ বৃন্দা এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে কনিকা আহুজার ব্যাটে। ইউ ছেত্রি ২২ ও শ্বেতা শেহরাওয়াতের ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটা পার করতে পারেনি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খানের শিকার একটি করে।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত হার মানে ৩১ রানে। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই দিলারা আক্তারকে হারায় জুনিয়র টাইগ্রেসরা। সাথী রাণী ১১ বলে ১৩ করে বিদায় নেন। সোবহানা মোস্তারী ২২ বলে করেন ১৬ রান। মিডল অর্ডারে অধিনায়ক লতা মণ্ডল, অভিজ্ঞ মুরশিদা খাতুন আর বড় ভরসা স্বর্ণা আক্তার আউট হয়েছেন দুই অঙ্কের আগে।
৫৬ রানেই তাই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও টানছিলেন নাহিদা আক্তার। কিন্তু তার একার পক্ষে কঠিন সমীকরণ মেলানো সম্ভব ছিল না। ২২ বলে ১৭ রান করে ছিলেন অপরাজিত।বাংলাদেশের মেয়েদের ধসিয়ে দেওয়া ভারতের অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রানে ৪ উইকেট নিয়ে শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post