স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের আগে বাংলাদেশের সিরিজ ছিলো ভারতের বিপক্ষে। তবে ভারতীয় দল বাংলাদেশ সফরে না আসায় ফাঁকা সূচি নিয়ে চিন্তায় পড়ে বোর্ড। এমন ফাঁকা সূচি থাকলে ক্রিকেট বোর্ড ডেনে আনে জিম্বাবুয়েকেও। মাঝে মধ্যে আফ্রিকার দেশটি সফরেও যায় বাংলাদেশ। কিন্তুু এবার জিম্বাবুয়েরও সূচি ফাঁকা নেই। আগ থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সূচি ছিলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই দ্বারস্থ হয় ইউরোপের দেশ নেদারল্যান্ডসের। বিসিবির ডাকে সাড়া দিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসে নেদারল্যান্ডস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে দুই দলের টি-২০ সিরিজ।
সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজ দিয়ে বাংলাদেশ দল আসন্ন এশিয়া কাপের প্রস্তুুতি সারবে। তবে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স এশিয়া কাপের প্রস্তুুতি নয়, সিরিজ বাই সিরিজ ভাবতে চান। এশিয়া কাপ নয়, নেদারল্যান্ডস যেহেতু একটি আন্তর্জাতিক দল, আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ, সে দিকেই লক্ষ্য রাখতে চান টাইগার কোচ।
পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ৫টি টি-২০ ম্যাচ খেলেছে। চারটিতে জিতেছে, ১টিতে হেরেছে বাংলাদেশ। যে চারটি ম্যাচ জিতেছে, তার মধ্যে একটিতে মাত্র বড় ব্যবধানে (৮ উইকেটে) জয় পেয়েছিল টাইগাররা। মাঠের লড়াইয়ে তাই এগিয়েই আছে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০